মালদা

শিশুর শ্বাসনালীতে আটকে থাকা কয়েন, বিনা অস্ত্রোপচারে বেড় করলো চিকিৎসক

খেলার ছলে শ্বাসনালীতে আটকে থাকা কয়েন বিনা অস্ত্রোপচারে বেড় করলো চিকিৎসকেরা। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রচেষ্টা সফল বলে দাবী চিকিৎসকদের। মালদা মেডিকেলে এই ঘটনা প্রথম বলে জানা গিয়েছে৷ সেই সঙ্গে নাবালিকা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওই শিশুর নাম সালমা আফরোজ(৬)৷ বাড়ি পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রামে৷ বাবা হাসিউর রহমান পেশায় শ্রমিক৷ মা যুথিকা খাতুন গৃহবধু৷ তাঁদের দুই ছেলেমেয়ে৷ সালমা বড়ো৷ স্থানীয় স্কুলের কেজিতে পড়াশোনা করে। বাবা হাসিউর রহমান জানান, বুধবার বেলা ৩ টে নাগাদ তিনি কাজ থেকে বাড়ি ফেরেন৷ তার পাশেই বিছানায় পড়ে ছিল একটি কয়েন৷ ঘুম থেকে উঠে মেয়ে কয়েনটি মুখে ঢুকিয়ে দেয়৷ তখনই কয়েনটি তাঁর গলায় চলে যায়৷ মেয়ের চিৎকারে তাঁরা ছুটে যান৷ তাঁর স্ত্রী গলায় আঙুল দিয়ে সালমার গলা থেকে কয়েন বেড় করার চেষ্টা করেন৷ যদিও সেই চেষ্টা সফল হয়নি৷ মেয়ের শাররীক অবস্থা খারাপ হতে থাকলে তরিঘরি মেয়েকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন৷ চিকিৎসকেরা মেয়েটির চিকিৎসা শুরু করেন। সেই সময় চিকিৎসক বলেন, কয়েন বেড় করতে হলে অপারেশন করতে হবে। এরপর বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ চিকিৎসকরা বিনা অপারেশনেই মেয়েটির গলা থেকে কয়েন বের করেন৷ সালমার খাদ্যনালী থেকে কয়েন বের করার সময় উপস্থিত ছিলেন মালদা মেডিকেলের ইএনটি বিভাগের সহকারী প্রফেসর অতীশ হালদার, অর্পিতা লাহা, কণিষ্ক চৌধুরি, সহ আরও দুই চিকিৎসক৷ তবে মেয়ে এখন সুস্থ রয়েছে ৷ তিনি চিকিৎসকদের সাধুবাদ জানান ৷

চিকিৎসক অতীশ হালদার বলেন, বুধবার সালমাকে তাঁদের কাছে নিয়ে এসেছিলেন অভিভাবকরা৷ দেখা যায়, তার খাদ্যনালীতে কয়েনটি আটকে রয়েছে ৷ ফলে শিশুটির খাবার খেতে ও শ্বাস নিতে পারছিলনা ৷ তখন তার পেটে খাবার ছিল, সেই মুহূর্তে তার অপারেশন করা যায়নি ৷ অন্তত ৬—৭ঘণ্টা খালি পেটে না থাকলে অপারেশন করা সম্ভব নয়৷ বৃহস্পতিবার তাঁরা বিনা অস্ত্রপচার(ইসোফেগোস্কপি) করে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় শিশুটির গলা থেকে কয়েনটি বের করেছেন ৷ এর জন্য তাঁদের কোনও কিছু কাটতে হয়নি। বেশ কিছুদিন আগেই মালদা মেডিকেলে এই পরিকাঠামো তৈরি হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানা যায়৷ চিকিৎসক জানান, সালমা এখন সম্পূর্ণ সুস্থ ৷ এদিনই তারা এই প্রথম এমন পদ্ধতি ব্যবহার হয়েছে ৷

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/2iCnd2dUKi4